উন্মুক্ত স্থানে নারী-পুরুষের নতুন পোশাক রীতি চালু সিরিয়ায়

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

সিরিয়ায় নারীদের জন্য সৈকতে সম্পূর্ণ পর্দানশিন সাঁতারের পোশাক ‘বুরকিনি’ পরা বাধ্যতামূলক করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন
banner

বুধবার (১১ জুন) জারি করা এক নতুন নির্দেশনায় এ ড্রেস কোড ঘোষণা করা হয়। সরকার জানিয়েছে, সামাজিক মূল্যবোধ ও জনসাধারণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি জং সূত্রে বৃহস্পতিবার (১২ জুন) জানা গেছে, পর্যটনমন্ত্রী মাজেন আল-সুলহানির স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, দেশব্যাপী সব সরকারি, উন্মুক্ত সৈকত এবং উন্মুক্ত সুইমিং পুলে আগত দেশ-বিদেশের নারীদের এমন পোশাক পরতে হবে যা শরীর ঢাকে এবং সামাজিক রীতি-নীতি ও শালীনতার উপযুক্ত।

বিশেষ করে নারীদের ‘বুরকিনি’ জাতীয় পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সৈকতে যাতায়াতের সময় ‘আবায়া’ পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুরুষদের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। জনসমক্ষে অর্ধনগ্ন থাকা নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে, সৈকত ও অন্যান্য উন্মুক্ত স্থানে পুরুষদের অবশ্যই শালীন পোশাক পরতে হবে।

তবে ফোর ও ফাইভ-স্টার হোটেল এবং অনুমোদিত বেসরকারি ক্লাবসমূহে নির্দিষ্ট শর্তসাপেক্ষে পশ্চিমা ধাঁচের পোশাক পরার অনুমতি থাকবে।

নতুন এই ড্রেস কোড বাস্তবায়নের দায়িত্ব থাকবে লাইফগার্ড ও সৈকত তত্ত্বাবধায়ক দলের ওপর। যদিও নির্দেশনায় এই বিধিনিষেধ ভঙ্গের ক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সরকারের এই সিদ্ধান্তের ফলে আশা করা যায়, এটি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222