সউদী থেকে নিরাপদে দেশে ফিরতে ইরানের হাজীদের ১ মাস পর্যন্ত ভিসা ছাড়া থাকতে দিবে আফগানিস্তান।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কাবুলে ইরানের রাষ্ট্রদূত আলি রেজা বেকদালীর সাথে এক বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী একথা জানান।
মাওলানা মুত্তাকী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, আফগানিস্তান হয়ে ইরানে ফিরতে আসা হাজীদের ১ মাস পর্যন্ত ভিসা ছাড় দেওয়া হবে। তারা ১ মাস পর্যন্ত ভিসা ছাড়া আফগানিস্তানে অবস্থান করতে পারবেন। এছাড়া হাজীদের নিরাপদ অবস্থান ও যাত্রা নিশ্চিত করার জন্য পরিবহনসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করতে হেরাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও তিনি ইরানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানান। ইসরাইলের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন। দৃঢ়ভাবে বলেন যে, আফগানিস্তানের জনগণ ইরান ও এর জাতির প্রতি সংহতি প্রকাশ করেছে।
কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এসময় তার সরকারের পক্ষ থেকে আফগান ইমারাত সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করেন। ইমারাত সরকারের প্রশংসা করেন। দু’দেশের কর্তৃপক্ষ হাজীদের স্থানান্তর প্রক্রিয়া নিরাপদে ও সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এআইএল/