তারেক রহমানের সঙ্গে অমিতের সাক্ষাৎ, বৃহত্তর যশোরে নানা আলোচনা

by Nur Alam Khan

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত)  সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৬ জুন) (বাংলাদেশ সময়) সকালে লন্ডনের একটি রেস্টুরেন্টে তাদের দুজনের মধ্যে এই সাক্ষাৎ হয়। বৈঠকের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

তবে এই সাক্ষাতে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতার এই সাক্ষাৎ বিএনপির অভ্যন্তরে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যশোরসহ খুলনা বিভাগের রাজনীতিতে এই বৈঠক নতুন মাত্রা এনেছে।

এমন সময়ে এই বৈঠকটি হলো, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগবিহীন নির্বাচনের আলোচনা চলছে এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে সক্রিয় হচ্ছে জামায়াতে ইসলামী। ধারণা করা হচ্ছে, বড় দলের একক প্রভাব কমাতে নির্বাচনে নতুন কৌশল নেবে জামায়াত।

এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ আসনে বিএনপির ভেতরে রয়েছে স্পষ্ট অন্তর্কোন্দল। এই প্রেক্ষাপটে তারেক রহমান ও অনিন্দ্য ইসলামের বৈঠককে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং এরইমধ্যে তৃণমূলের বিভেদ নিরসনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। সাংগঠনিক নেতৃত্বকে তিনি আগাম দিকনির্দেশনা দিচ্ছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, তারেক রহমান ও অনিন্দ্য ইসলামের মধ্যে কী আলোচনা হয়েছে তা বলা মুশকিল। তবে নির্বাচনের আগে দলের সর্বোচ্চ নেতার সঙ্গে সাংগঠনিক নেতার বৈঠক সবসময়ই গুরুত্বপূর্ণ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

ফলে নির্বাচনের আগে তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি দলীয় নেতাকর্মীদের জন্যও একটি ইতিবাচক বার্তা।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222