পাগলা মসজিদে এখন থেকে অনলাইনেও দান করা যাবে

by Nur Alam Khan

এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখল কিশোরগঞ্জের পাগলা মসজিদ। সময়ের চাহিদা ও দানকারীদের সুবিধার কথা বিবেচনা করে চালু করা হয়েছে মসজিদটির নিজস্ব ওয়েবসাইট www.paglamosque.org। এর মাধ্যমে ঘরে বসেই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে  বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে দানও করা যাবে মসজিদটিতে।

আজ শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ডিজিটাল উদ্যোগ উদ্বোধন করেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান।

বিজ্ঞাপন
banner

উদ্বোধনের সময় তিনি নিজেও ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার ৪০০ টাকা দান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজবে রহমত, জামিয়া এমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, ছাত্রনেতা ইয়াজ ইবনে জসিম এবং মসজিদের খতিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

স্থানীয়রা বলেন, পাগলা মসজিদ শুধু একটি নাম নয়, এটি দেশের লাখো মানুষের কাছে আবেগের প্রতীক।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম পাশে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ নানা প্রয়োজনে আসেন, দান করেন। এখানে প্রতি চার মাস অন্তর দানের সিন্দুক খোলার সময় উঠে আসে কয়েক কোটি টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।

সবশেষ সিন্দুক খোলার সময় (চার মাস ১২ দিনের ব্যবধানে) রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা সংগ্রহ হয়, যা দেশের যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দানের অর্থ ব্যয় হবে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণে, যেখানে ধর্মীয় শিক্ষা, ইবাদত ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিজিটাল এই রূপান্তরের মাধ্যমে মসজিদের কার্যক্রম আরো স্বচ্ছ, সংগঠিত ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222