ইসরায়েলি সরকার ‘মেয়াদোর্ত্তীর্ণ’ বললেন ওমানের গ্র্যান্ড মুফতি

by Nur Alam Khan

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কড়া বার্তা দিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া হবে একটি ‘পরাজিত চুক্তি’। এছাড়া ইসরায়েলি সরকারকে ‘মেয়াদোর্ত্তীর্ণ’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।

রোববার (৬ জুলাই) সামাজিকমাধ্যম এক্সে ওমানের গ্র্যান্ড মুফতি লিখেছেন, “যারা একটি বিলুপ্তি সত্ত্বা এবং মেয়াদোর্ত্তীর্ণ সরকারের সঙ্গে সম্পর্ক আঁকড়ে ধরে রেখেছে, তারা কীভাবে এটি আঁকড়ে ধরে আছে? তারা কি ভয় পায় না ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে একটি পরাজিত চুক্তি। কত দুর্ভাগ্য (আমাদের)।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও লিখেছেন, “অদ্ভুত বিষয় হলো— কিছু দেশ ইহুদিবাদীদের সঙ্গে সম্পর্ক গড়তে চায়। অথচ তারা নিজেরাই দেখছে ইহুদিবাদীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা তাদের সরকার বাঁচিয়ে রাখতে এই (গাজা) যুদ্ধ অব্যাহত রেখেছে।”

ওমানের গ্র্যান্ড মুফতি এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলের এমন কড়া সমালোচনা করেছেন। যা নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222