নিজস্ব প্রতিবেদক >>>
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ।
দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা আবু সাঈদ একজন জনপ্রীতি ও ত্যাগী আলেম। দেশপ্রেম, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ এবং নৈতিক আদর্শে অবিচলতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় শুরু হয়েছে কর্মী-সমর্থকদের মিছিল, গণসংযোগ, পোস্টারিং এবং ব্যাপক প্রচারণা কার্যক্রম। স্থানীয় মুসল্লী ও তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাফেজ মাওলানা আবু সাঈদ ৩৬নিউজকে বলেন,
“আমার প্রার্থিতার পেছনে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি, ক্ষমতার লোভে নয়। নৈতিক মূল্যবোধ ও জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করাই আমার অঙ্গীকার”
স্থানীয়দের মতে, মাওলানা আবু সাঈদ দীর্ঘদিন ধরে আন্দোলনমুখী কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ধর্মীয় ও নৈতিক অবস্থান, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ তাকে আসনটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনটি রাজনৈতিকভাবে সব সময়ই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। বড় দলের শক্ত প্রার্থীদের সঙ্গে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও খেলাফত মজলিসের এই মনোনয়নকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি “চমকপ্রদ রাজনৈতিক উদ্যোগ” হিসেবে দেখা হচ্ছে।
এনএ/