মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেলাং অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব হযরত মাওলানা জালালুদ্দিন আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল।
আজ বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসীদের দ্বীনি চেতনা জাগ্রত রাখা, ঈমান-আখলাকের সংরক্ষণ এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবাসভিত্তিক ত্যাগ-তৎপরতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “দ্বীন বিজয়ের মহান লক্ষ্যে এ ধরনের মেহনত আল্লাহর কাছে কবুল হোক—এই আমাদের কামনা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার অর্থ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
হাআমা/