আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে ‘নায়েবে নাজিমে ইমতিহান’ (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সর্বোচ্চ অথরিটি বোর্ডটির অফিস ব্যবস্থাপক মুহাম্মদ অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি হবে পূর্ণকালীন এবং মোট পদ সংখ্যা ১টি। দাওরায়ে হাদীস পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে ‘মুমতায’ (অত্যন্ত মুমতায ফলাফল) থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়াও প্রার্থীকে উল্লেখযোগ্য কোনো দাওরায়ে হাদীস মাদরাসায় কমপক্ষে ১০ বছরের মিয়ারী কিতাবের দরসদানের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বয়সসীমা সর্বনিম্ন ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
প্রার্থীদের আরবি, বাংলা ও উর্দু ভাষায় দক্ষতা, কিতাব পাঠদানে পারদর্শিতা, প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা এবং কম্পিউটার-ইন্টারনেট চালনায় জ্ঞান থাকতে হবে। নির্বাচিত প্রার্থী মাসিক ৪৫,৩৬০ টাকা সাকূল্য বেতন পাবেন।
আবেদনের জন্য প্রার্থীকে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা, হানাফি ফিকহ এবং দারুল উলূম দেওবন্দের নীতিমালার অনুসারী হতে হবে। লেবাস-পোশাক ও চরিত্রে সুন্নতের অনুসরণকারী, আমানতদার ও বিশ্বস্ত হওয়াও আবশ্যক। রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের ১৬ আগস্ট ২০২৫-এর মধ্যে নির্ধারিত এই অনলাইন ফর্মে আবেদন করতে হবে এবং জীবনবৃত্তান্ত, সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ এবং সদ্য তোলা একটি ছবিসহ দরখাস্ত সরাসরি বা কুরিয়ারে অফিসে জমা দিতে হবে।
ঠিকানা:
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ,
৮০/ই, হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১ নম্বর গেট,
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
নিয়োগপ্রক্রিয়া বাতিল বা স্থগিত করার অধিকার সংস্থার সংরক্ষিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর জন্য ০১৩০৫-৬৫৬৭০৩ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
হাআমা/