কুমিল্লার দাউদকান্দিতে কুপিয়ে ও পিটিয়ে মো. আল-মামুন নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের অদুরে গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’
ওসি বলেন, ‘মামুনসহ ৩ নারী রাতে ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসে ওঠেন। গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর মামুন পানি কিনতে গাড়ি থেকে নিচে নামার পর ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও ওসি জানান।
নিহত আল-মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে।
ধারণা করা হচ্ছে, মামুন গৌরিপুর এলাকায় মাদক, চাঁদাবাজি ও অপরাধজগত নিয়ন্ত্রণ করতেন। এসব কারণে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
এআইএল/