রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন গার্মেন্টকর্মী হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), শিক্ষার্থী মিশু (২৩), আব্দুল্লাহ আল মিহাদ (১৭), মাহমুদুল হাসান, রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), গার্মেন্টকর্মী শরিফুল ইসলাম (৩২) ও আসিফ হোসেন আকাশ (২১)।
এর আগে মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় জুলাই ঘোষণাপত্র মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধ বিল্লাল হোসেন বলেন, ‘গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যায়। গ্যাস বেলুনটি হেলিকপ্টারের মতো তৈরি করা হয়েছিল মঞ্চের সামনে। এ সময় গ্যাস বেলুন টানাটানিতে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়।’
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের অবস্থা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এআইএল/