ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

by amirulislamluqman20@gmail.com

ভারতের বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপ করা হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) জিও নিউজ সূত্রে জানা গেছে, ট্রাম্প বলেন, ‘ভারত কখনই একটি ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবং এভাবেই ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার যুদ্ধযন্ত্রে শক্তি সরবরাহ করছে।’

বিজ্ঞাপন
banner

ট্রাম্প জানান, বর্তমানে ভারতের ওপর যে ২৫ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে, তা আরও বাড়ানো হবে। তার ভাষায়, ‘আমি ভারতের আচরণে সন্তুষ্ট নই। মূল সমস্যা হচ্ছে ভারতের শুল্ক হার সবসময়ই অত্যন্ত বেশি।’

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ভারত কেবল রাশিয়ার কাছ থেকে তেলই আমদানি করছে না, বরং সেটি বিক্রি করে লাভও করছে। ভারতের কোনো পরোয়া নেই যে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী কত মানুষ হত্যা করছে।’

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, রাশিয়া থেকে যারা তেল কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে ভারত রাশিয়ার সঙ্গে শক্তিশালী জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যদিও পশ্চিমা জোটের চাপ সত্ত্বেও ভারত বারবার নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলছে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222