গাজা দখল নিয়ে ইসরাইলি সেনাপ্রধানের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ

by amirulislamluqman20@gmail.com

পুরো গাজা উপত্যকা দখলের প্রাথমিক পরিকল্পনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

সেনাপ্রধান বলছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইসরাইলের সেনাবাহিনীর জন্য ‘ফাঁদ’। খবর টাইমস অব ইসরাইলের।

বিজ্ঞাপন
banner

ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জামির প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি গাজায় একটি ফাঁদ তৈরি করতে যাচ্ছেন।

এছাড়া চ্যানেল-১২ জানায়, সেনাপ্রধান বলেছেন, গাজা উপত্যকা পুরো দখল নিলে হামাসের কাছে আটক ৫০ জন ইসরাইলি জিম্মি বিপদে পড়তে পারেন এবং এর মাধ্যমে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত আছেন বলে ধারনা করা হচ্ছে।

উভয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজা পুরো দখলের পরিবর্তে, গাজা সিটি এবং অন্যান্য জনবহুল স্থানগুলো ঘিরে ফেলার সুপারিশ করেছেন আইডিএফ প্রধান।

এদিকে মিডল ইস্ট মনিটরের এক প্রতিদেনে বলা হয়েছে, পুরো গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করলে নিরাপত্তা বাহিনী প্রধান ইয়াল জামিরকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন নেতানিয়াহু।

এর আগে মঙ্গলবার ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরাইলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরাইলি সেনাবাহিনী উপত্যকাজুড়ে তাদের অভিযান আরো সম্প্রসারণ করবে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222