আদানিকে রক্ষা করতেই মোদি ট্রাম্পের জবাব দিতে অক্ষম: রাহুল গান্ধী

by amirulislamluqman20@gmail.com

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নিরুপায় হয়ে পড়েছেন, কারণ যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে।

বুধবার (৬ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে রাহুল গান্ধী বলেন, ‘মোদি, আদানি ও রাশিয়ার তেল চুক্তিগুলোর মধ্যে আর্থিক সম্পর্ক রয়েছে, যা প্রকাশ পেলে বড় কেলেঙ্কারির জন্ম দিতে পারে। ট্রাম্প যদি এই সংযোগ উন্মোচন করেন, তাহলে মোদির জন্য বড় বিপদ তৈরি হবে। আর এ কারণেই তিনি মুখ খুলতে পারছেন না।’

বিজ্ঞাপন
banner

কংগ্রেস নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই নীরবতা এবং অসহায়তা এটাই প্রমাণ করে যে, আন্তর্জাতিক পরিসরে তিনি ভারতের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ।’

প্রসঙ্গত, আদানি গ্রুপের বিরুদ্ধে বর্তমানে বেশ কিছু আর্থিক অনিয়ম এবং আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তদন্ত চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মার্কিন কর্তৃপক্ষ এসব অভিযোগ খতিয়ে দেখছে।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, বিরোধী দল কংগ্রেস বরাবরই অভিযোগ করে আসছে যে, প্রধানমন্ত্রী মোদি এবং শিল্পপতি গৌতম আদানির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

রাহুল গান্ধীর এই মন্তব্যের মাধ্যমে আদানি ও মোদি সরকারের কথিত গোপন আঁতাতের বিষয়টি আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে।

অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাহুল গান্ধীর সাম্প্রতিক এই মন্তব্যের বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222