বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধে জরুরি সংস্কার দাবি করেছে ‘বরিশাল পাঠক ফোরার’। এ সংক্রান্ত এক বিবৃতিতে ফোরাম জানিয়েছে,
‘বরিশাল পাঠক ফোরাম’র পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার। রোগীদের চিকিৎসা প্রাপ্তির মৌলিক অধিকার গত ফ্যাসিস্ট রেজিমের আমল থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যা ইন্টেরিমের অমনোযোগিতা ও পূর্ব-প্রভাবশীল দলগুলোর হম্বিতম্বি ও দখলদারিতে এখন আরো মারাত্মক আকার ধারণ করেছে।
বরিশালের আপামরসাধারণসহ আমাদের অভিযোগ, হাসপাতালের অনেক চিকিৎসক চিকিৎসা প্রদানে অবহেলা করছেন, নার্স ও আয়ারা রোগী ও স্বজনদের নিকট অর্থ দাবি করছেন, যা মানবিকতা ও নৈতিকতার চরম পরিপন্থী।
একইসঙ্গে হাসপাতালের পরিবেশ নোংরা, দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর; যা রোগীদের সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ করে তোলার ঝুঁকি তৈরি করছে।
এছাড়া হাসপাতালের ভেতরে দালালদের অবাধ বিচরণ, অনুন্নত প্রযুক্তি দিয়ে নিম্নমানের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে প্রাপ্য সেবার বিনিময়ে অর্থ দাবি, এসবই সাধারণ মানুষের কষ্টকে বহুগুণে বাড়িয়ে তুলেছে।
বরিশাল পাঠক ফোরাম জোরালোভাবে দাবি জানাচ্ছে—
১. হাসপাতালের চিকিৎসা ও সেবা ব্যবস্থার তাৎক্ষণিক সংস্কার।
২. চিকিৎসক, নার্স ও আয়াবুয়াদের অবহেলা ও ঘুষ গ্রহণের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা; প্রয়োজনে বহিষ্কারাদেশ জারি করা।
৩. হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
৪. দালালদের অনুপ্রবেশ ও তৎপরতা সম্পূর্ণরূপে বন্ধ করা।
৫. আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করে রোগীদের বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসা প্রদান।
আমরা মনে করি, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের প্রতিটি সরকারি হাসপাতালে এই অধিকার নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রইলো। ইতিমধ্যে ঘোষিত বরিশালের সাধারণ শিক্ষার্থী ও জনতার ‘শেবাচিম সংস্কারের’ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই।
এআইএল/