নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সাংসদ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে। সম্প্রতি নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির এ ঘোষণা দেন।
মনোনীত প্রার্থীদের তালিকা-
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা মাওলানা বদরুল আলম মনোনয়ন পেয়েছেন। তিনি রূপগঞ্জ এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনে সুপরিচিত ব্যক্তিত্ব।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের সহ সভাপতি মাওলানা আইয়ুব মিনার প্রতীক নিয়ে এই আসনে লড়বেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)
সোনারগাঁ ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান মনোনীত হয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)
জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবু সায়েম খালেদ মনোনয়ন পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা জাকির হোসাইন কাসেমী এই আসনে প্রার্থী হয়েছেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এর মাধ্যমে দেশ নতুন দিগন্তে প্রবেশ করেছে। এখন আমাদের লক্ষ্য আরেকটি বিপ্লবের মাধ্যমে অন্যায় ও অবিচারকে নির্মূল করা, ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাদের মনোনয়ন দিয়েছে। এরা নারায়ণগঞ্জের মানুষের ন্যায় বিচার ও সার্বিক উন্নয়নে কাজ করবেন।
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ন এলাকা। এখানে সবসময়ই জাতীয় রাজনীতির তীব্র সমাবেশ ও প্রার্থীদের দ্বৈরথের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এবারও ইসলামী ঐক্যজোট মিনার প্রতীক নিয়ে পুরো জেলা জুড়ে শক্ত অবস্থান তৈরি করতে সচেষ্ট। দলের কাছে আশা করা হচ্ছে, তারা ঐক্যবদ্ধ প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের মূলনীতি ও কার্যক্রম তুলে ধরবে।
একদিকে বেসরকারি ও সরকারি উন্নয়ন কার্যক্রমের স্বার্থ সংশ্লিষ্ট নানা দল সক্রিয় থাকলেও ইসলামী ঐক্যজোট তাদের ভিন্ন রাজনৈতিক সংস্কার ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে ভোটারদের কাছে নিজেদের প্রার্থীকে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
এনএ/