আরএসএস নেতার বিস্ফোরক দাবি, বিজেপি নেতারা সন্ত্রাসী কাজে জড়িত

by amirulislamluqman20@gmail.com

ভারতের উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাবেক মুখপাত্র যশবন্ত শিন্দে বিজেপি নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ করেছেন।

রবিবার (১০ আগস্ট) ডেইলি জং বরাতে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিন্দে দাবি করেন, আরএসএস ও বিজেপি দেশে সন্ত্রাস সৃষ্টি করে এর দায় মুসলমানদের ওপর চাপিয়ে দেয়। তার অভিযোগ, আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার তাকে ব্যক্তিগতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে প্ররোচিত করেছিলেন।

বিজ্ঞাপন
banner

তিনি ২০০৬ সালের মহারাষ্ট্র বোমা হামলার উদাহরণ টেনে বলেন, ওই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছিলেন। মামলায় মুসলমানদের অভিযুক্ত করা হলেও প্রমাণের অভাবে আদালত সবাইকে খালাস দেন।

শিন্দের অভিযোগ অনুযায়ী, আরএসএস মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটি মসজিদ চিহ্নিত করে সেখানে বোমা তৈরির কাজ শুরু করেছিল। এই কাজে আরএসএস সদস্য রাকেশ ধুইডে ও রবি দেও সরাসরি যুক্ত ছিলেন।

তিনি যেকোনো আদালতে হাজির হতে প্রস্তুত বলে জানান এবং ভারতের সুপ্রিম কোর্টে পিটিশনও দায়ের করেছেন। তবে তার অভিযোগে দেশটির আদালত নীরব অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন শিন্দে।

তার ভাষায়, ‘মোদি সরকার ও আরএসএস এখন সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে।’

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222