উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা রয়েছে: ফখরুল

by naymurbd1999@gmail.com

‘অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত’ বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকার। তবে তার এ বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।

শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন
banner

এর আগে শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেমিনারে কারও নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন এবিএম আবদুস সাত্তার। যিনি বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিবও তিনি।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের এই কর্মকর্তার বক্তব্যের পর প্রতিক্রিয়া আসছে নানা মহল থেকে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের বিবৃতির পাশাপাশি এ ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপিও।

মন্ত্রিপরিষদ সচিবের সই করা বিবৃতিতে এবিএম আব্দুস সাত্তারের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলা হয়, প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাও অভিযোগ দায়িত্বজ্ঞানহীন ও জনআস্থার জন্য ক্ষতিকর। বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত জমা দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, জনপরিসরে আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222