এডিট করে মাসল দেখাতে গিয়ে দরজাকেই জিমে পাঠালেন জায়েদ খান!

by Nur Alam Khan
মাসল দেখাতে গিয়ে অনেকেই জিমে ঘাম ঝরান, কেউ কেউ ডায়েট কন্ট্রোল করেন—কিন্তু অভিনেতা জায়েদ খান যেন নতুন এক ‘জিম ট্রেন্ড’ চালু করলেন: মাসল বড় করতে গিয়ে দরজাই ছোট-বড় হয়ে গেল!
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা এক ছবিতে জায়েদকে দেখা গেছে দুই হাতে ডাম্বেল নিয়ে ব্যায়ামরত অবস্থায়। ছবিটি দেখেই নেটিজেনরা চমকে উঠেছেন—মাসল তো ঠিকই বড় হয়েছে, তবে পেছনের দরজাটাও যেন “ওয়ার্কআউট” করে ফেলেছে!
অনেকের দাবি, ছবিতে এডিট করে বাইসেপ ফুলিয়ে দেওয়া হয়েছে। আর সেই ফোলাভাব এতটাই শক্তিশালী ছিল যে দরজাটিও বাঁকা হয়ে পড়েছে। একজন কমেন্ট করেছেন— “ভাইয়ের হাতের চাপ সামলাতে না পেরে দরজা সোজা থাকতে পারেনি।” আরেকজন লিখেছেন— “মাসল বাড়াতে গিয়ে দরজার স্পাইনাল কর্ডে ইনজুরি লাগছে!”
ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। কেউ দরজার অংশ মার্ক করে লিখছেন “পর্দার পেছনের গল্প”, কেউ আবার ফটোশপে দরজাটিকে জিমে পাঠিয়ে দিয়েছেন—মাসল বানাতে।
সব মিলিয়ে, জায়েদের এই ছবি প্রমাণ করল—জিমে না গেলেও সোশ্যাল মিডিয়ার এডিট সফটওয়্যার দিয়ে মাসল বানানো সম্ভব, তবে সাবধান—দরজারও ‘মাসল পেইন’ হতে পারে!
এনএ/
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222