20
জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বৃহস্পতিবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের আশঙ্কা, পূর্বে কোভিডে আক্রান্ত হওয়ার কারণে জটিলতা দেখা দিতে পারে।’
তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
হাআমা/