বিপিএলে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম

by Kausar Labib

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় তুলে নিলো চট্টগ্রাম কিংস। ব্যাটে-বলে দাপট দেখিয়েই দুর্বার রাজশাহীকে হারিয়েছে তারা। উসমান খানের শতকের পর আলিস ইসলাম, উসমান খানদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে চট্টগ্রামের জয় ১০৫ রানে।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রান তুলে চট্টগ্রাম। জবাবে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।

বিজ্ঞাপন
banner

রাজশাহীকে শুরু থেকেই চেপে ধরেন চট্টলার বোলাররা। মোহাম্মদ হারিস ছাড়া ভয়ের কারণ হতে পারেননি আর কেউ। তার ১৫ বলে ৩২ রানই ইনিংস সেরা। তাছাড়া আকবর আলি ১২ বলে করেন ১৮ রান।

প্রথম দুই ম্যাচে জোড়া ফিফটি হাঁকানো বিজয় এই ম্যাচে ফেরেন মাত্র ৮ রানে। ১৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি ইয়াসির আলি। রায়ান বার্ল ১০ রান করেন। আলিস ও আরাফাত সানি নেন ৩টি করে উইকেটে। ২ উইকেট নেন শরিফুল ইসলাম।

এর আগে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম। তবে প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমনকে (০) ফেরান তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। উসমান খান আর গ্রাহাম ক্লার্ক ধরেন হাল।

দু’জনের জুটিতে যোগ হয় ৬৩ বলে ১২০ রান। এই জুটি ভাঙে ক্লার্ক ২৫ বলে ৪০ রানে ফিরলে। তবে এরপরও থামেনি উসমান ঝড়। সাথে যোগ দেন মোহাম্মদ মিথুন। ৩১ বলে ৬৩ রান আসে তাদের ব্যাটে। মিথুন আউট হোন ১৫ বলে ২৮ করে।

তবে উসমান তুলে নেন শতক। যা বিপিএলে তার দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত তাসকিনের শিকার হয়ে ১৮.১ ওভারে থামেন তিনি ৬২ বলে ১২৩ করেন। মাঝে শামিম ২ করে ফিরলেও ৮ বলে ১৯* রান করেন হায়দার আলি। ২০০ পেরোয় চট্টগ্রাম।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222