মাসিক নকীবের সম্পাদক হলেন জিয়াউল আশরাফ

by Kausar Labib

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীবের সম্পাদক নির্বাচিত হয়েছেন শিশু সাহিত্যিক ও ছড়াকার জিয়াউল আশরাফ। তিনি দীর্ঘদিন পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুরে পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
banner

চিঠিতে বলা হয়, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনার দক্ষতা, আন্তরিকতা এবং শিশু-কিশোর সাহিত্যের প্রতি নিবেদন বিবেচনায় আপনাকে জাতীয় কিশোর পত্রিকা, মাসিক নকীবের সম্পাদক পদে মনোনীত করা হলো। আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং সৃজনশীল নেতৃত্ব আমাদের প্রকাশনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

চিঠিতে আরও বলা হয়, আপনার ওপর অর্পিত এই দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি আপনার নেতৃত্বে মাসিক নকীবের মান আরও সমৃদ্ধ হবে এবং এটি পাঠক ও শিশু কিশোরদের হৃদয়ে তুমুল ঝড় তুলবে। আপনার এই নতুন পদে সফলতা এবং সুস্থ জীবন কামনা করছি।

জিয়াউল আশরাফ দীর্ঘদিন যাবত তিনি মাসিক নকীবের সম্পাদনার সঙ্গে যুক্ত। প্রায় দুই যুগ ধরে লেখালেখি করছেন। শিশু-কিশোরদের উপযোগী লেখালেখিতে তিনি সাফল্যের ছাপ রেখেছেন। লেখক, সম্পাদক ও সংগঠক জিয়াউল আশরাফ শিশু-কিশোরদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান শৈশব একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তার রচিত বইয়ের মধ্যে রয়েছে আজানের সুর, শিশুদের প্রিয়নবী, মদীনার কিশোর, পাখি ডাকা ভোর, বাইতুল্লাহর পথে স্বপ্নের সফর, জঙ্গল বাড়ি রহস্য ইত্যাদি। তিনি ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহসভাপতি।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222