ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধবিরতি হলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী
উগ্র ডানপন্থী ইতমার বিন গাভির।
এক বিবৃতিতে তিনি এমনটাই জানিয়েছেন
বিবৃতিতে তিনি দাবি করে বলেন, ইসরাইল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের নিরাপত্তার পাশাপাশি গাজ্জার বাসিন্দাদের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করবে।
তিনি বলেন, বন্দীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে হুমকিপূর্ণ। ইসরাইলিদেরকে এই সিদ্ধান্তের জন্য কঠিন মূল্য দিতে হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রীকে তিনি বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে তার দল সরকারে থাকবে না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে।
ইতমার বিন গাভির বলেন, গত এক বছরে রাজনৈতিক চাপের মাধ্যমে বারবার যুদ্ধবিরতির চুক্তি প্রতিরোধ করতে তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি নেতানিয়াহুকে গাজ্জায় সব ধরণের সহায়তা, জ্বালানি ও পানি প্রবাহ বন্ধ করতে বলেছেন। হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: পার্সটুডে