নিজস্ব প্রতিবেদক>>
বাংলাদেশে সফরে এসেছেন পাকিস্তানের জামিয়া সিদ্দিকিয়ার পরিচালক ও বিশ্বের অন্যতম হাদিস-তাফসির বিশারদ শায়েখ ড. মাওলানা মনজুর আহমদ মেঙ্গল।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।
এসময় তাকে স্বাগত জানান আল মারকাযুল ইসলামীর প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল ইসলাম রহ. এর ছেলে মুফতি তালহা ইসলাম, মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম, মাওলানা শামসুল আরেফিন সাদী, হাবিবুল্লাহ (পাকিস্তান), আরজাবাদ মাদরাসার উস্তাদ মাওলানা শহীদ, মুফতি জাকারিয়া, মাওলানা কাউসার আহমাদসহ আলেমদের একটি প্রতিনিধিদল।
বিষয়টি ৩৬নিউজকে নিশ্চিত করেন তার সফরসঙ্গী মাওলানা শামসুল আরেফিন সাদী।
তিনি জানান, ড. মাওলানা মনজুর আহমদ মেঙ্গল আজ বাংলাদেশ সফরে এসেছেন। সফরকালে তিনি দেশের বিভিন্ন স্থানে ইসলাহি বয়ান ও খতমে বোখারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া, রাজধানীর বিভিন্ন মাদরাসায় দরস প্রদান করবেন। আগামী ২২ তারিখ পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।
সফরসূচি সম্পর্কে মুফতি তালহা ইসলাম জানান, ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল আগামী ১৬ জানুয়ারি রাতে মুফতি মিজানুর রহমান সাঈদ প্রতিষ্ঠিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বোখারি অনুষ্ঠানে, ১৮ জানুয়ারি সকালে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায়, ১৮ জানুয়ারি দুপুরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার খতমে বোখারি অনুষ্ঠানে, ১৮ জানুয়ারি বাদ মাগরিব মাদরাসাতুস সাহাবাহ ঢাকার খতমে বোখারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, পাকিস্তানের এই আলেম একটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বিমানযোগে আজ সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
এমএনএকে/