পতনের কয়েক যুগ পর

by Kausar Labib

সিংহটা হরিণীর দিকে চেয়ে বলে’

“তোদের ‘মানবিক’ আচরণে বনের

বিজ্ঞাপন
banner

ভেতরে তীব্র অস্থিরতা বিরাজমান।”

হরিণী তার মুখে হাসি ফুটিয়ে বলে,

“রাজা, তোমাদের দানবিক দম্ভের

বিপরীতে আমাদের ‘মানবিক’ না

হয়ে কোন উপায় তো ছিল না আর!”

সিংহের পাশে এসে বাঘটা বসলো

ইতিহাস নিয়ে আলোচনা শুরু করলো

জমজমাট আলোচনার মধ্যে হঠাৎ

বানর বলল, “রাজা, এই পৃথিবীতে

নাকি কয়েক যুগ আগে মানুষ নামে

একটা জাতি ছিল। ওরা নাকি তখন

গালির জন্যে ‘পাশবিক’ শব্দটা বলতো!”

পিন ড্রপ সাইলেন্ট তখন পুরো বনে

সিংহ বললো, “ওই জাতিটার কথা

এখন আর উচ্চারণ করিও না আর।

ওদের নিয়ে চর্চা করলে একদিন হয়তো

ওদের সেইসব বদগুণ আমাদের ভেতরে

প্রভাব ফেলতে পারে। ফলে একদিন

আমরাও মানুষ হয়ে যেতে পারি। তখন

কিন্তু আমরাও ‘মানবিক’ হয়ে যেতে পারি।”

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222