মুহাম্মদ

by Kausar Labib

মুহাম্মদ

আমার দুরুদের ঢেউ তসবি দানার মত

বিজ্ঞাপন
banner

গড়িয়ে যাচ্ছে তোমার মদিনায়

মুহাম্মদ

তোমার ইশকে আমার হৃদয় ছিড়ে যাচ্ছে

ইয়াসরিবের সেই অপেক্ষমান পাদ্রীর মত—

 

আমার সালাম নাও রাসূলে আরাবী!

অজস্র জীবন বিলিয়ে দিবো তোমার

প্রেমের নাজরানা স্বরূপ হে নবী—

 

মুহাম্মদ

আমার দন্ত শিরশির করে ওঠে; যেন পড়ে যাবে

দেখা না পাওয়া সেই উয়াইস আল-কারনির মত

মুহাম্মদ

আমার বিহঙ্গ ছড়ানো রাত্রির সামিয়ানায়

তোমার নামে গজলের দোল খেয়ে যায়

আশেক আহমেদ কবীর রেফায়ীর কবিতা—

 

আমার আর্জি জেনো পেয়ারে হাবীব,

আমিও তোমার হস্তে চুমু খেতে চাই!

 

মুহাম্মদ

তোমার প্রেম জাগতেই দূর হয়ে যায় সেই

হাবিয়া দোজখের বিভীষিকাময় ভয়

মুহাম্মদ

তোমার নাম জপতেই আমার ইশক-বুকে

হেঁটে যায় একটা মুহাম্মদ নামের শিশু; তাঁর

পদধূলি ছড়িয়ে প্রশান্ত করি অতৃপ্ত আত্মা আমার।

 

তোমার ঠোঁটে বেহেশতী বাতাসেরা নিয়ে পৌঁছে দিক

আমার ইশক ও মোহাব্বতের যিকির

দেখা না দাও

একবার সালাম নিও হে মেরাজের নবী মুস্তফা—

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222