116
জীবন এক মাতাল ফড়িং
কবেই ভেঙে গেছে বাঁচার মহিমা —
ঘুরে ঘুরে দেখেছি
পৃথিবীর সকল ফুলের বোটাই আজ রক্তাভ —
আমাকে ধারণ করার মত
কেউ নেই।
নেই কোনো খয়েরী চাঁদোয়া।
বাতাসের গন্ধে চুরি হয়ে গেছে হৃদয় —
থেমে গেছে স্বপ্নীল আহরণ।
পৃথিবীর সমস্ত পথের শেষেই
ঝুলে আছে সাদা পোষাক —
দিগন্তের বিরহগুঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়কাক।
ভাঙাশরীরে পরিধান করে
শান্তিনিকেতনে ধরবে দুখমুক্তির ঘুম।