সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, যা জানাল মুম্বাই পুলিশ

by Kausar Labib

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর। মুম্বাই পুলিশ জানিয়েছে, তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন।

রোববার, ১৯ জানুয়ারি, ভোরে পুলিশ অভিযুক্তকে সাইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করে। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে। মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্তের কাছে বৈধ ভারতীয় নথি নেই এবং কিছু নথি থেকে প্রমাণ পাওয়া গেছে যে তিনি একজন বাংলাদেশি নাগরিক। তিনি আরও জানান, সাইফের বাসভবনে প্রথমবারের মতো প্রবেশ করেছিলেন এই হামলাকারী।

বিজ্ঞাপন
banner

প্রাথমিক তদন্তে, পুলিশ ধারণা করছে যে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে এসে নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস হিসেবে পরিচিত হন। তিনি মুম্বাইয়ের আশেপাশে বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন।

এছাড়া, মুম্বাই পুলিশ এর আগে ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে গ্রেপ্তার করে এবং সাইফের ওপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করেছে।

এমএনএকে/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222