যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি পাবেন ৩ বন্দি, তালিকা প্রকাশ হামাসের

by Kausar Labib
আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে জিম্মিদের হস্তান্তর করছে হামাস -ছবি: জর্ডান টাইমস

যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি পাবেন এমন ৩ জিম্মির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পথ পরিষ্কার হয়েছে। হামাসের মুখপাত্র এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানান।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাদা বলেছেন, ‘বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) এবং ডোরন শাতানবার খাইর (৩১)-কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন
banner

ছবি: আরব নিউজ

এছাড়া হামাস আরও জানিয়েছে, তারা গাজায় আটক তিন জিম্মির নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে, যাদের আজ মুক্তি দেওয়া হবে।

দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তারা হামাসের কাছ থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা পেয়ে গেছে।

ছবি: টাইমস অফ ইসরাইল

ছবি: টাইমস অফ ইসরাইল

গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। চুক্তি অনুযায়ী, ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় কার্যকর হওয়ার কথা ছিল। তবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যতক্ষণ পর্যন্ত হামাস মুক্তি দেওয়ার বন্দিদের তালিকা প্রদান না করবে, ততক্ষণ যুদ্ধবিরতি শুরু হবে না।’

তবে হামাস পুনর্ব্যক্ত করেছে যে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাবেন এমন বন্দিদের নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করবে। তালিকা প্রকাশের পরই গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দখলদার ইসরাইলি সামরিক বাহিনী গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

এমএনএকে/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222