যাত্রাবাড়ী বড় মাদরাসায় খতমে বোখারি-দোয়া মাহফিল আজ

by Kausar Labib

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার (যাত্রাবাড়ী বড় মাদরাসা) বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।

বৃহস্পতিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলবে রাত দশটা পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

এর আগে বেলা ১১টা থেকে শুরু হবে পাগড়ি প্রদান। হিফজ, দাওরায়ে হাদিস ও তাখাসুস সমাপনকারী প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী পাবেন বিশেষ সম্মাননা ‘পাগড়ি’।

মাগরিবের নামাজের পর খতমে বোখারির শেষ দরস প্রদান করবেন মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ। প্রাঙ্গণ সজ্জিতভাবে সাজানো, সাউন্ড সিস্টেম, আসন ব্যবস্থা, ও অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222