আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর শেখদীতে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামিয়া এমদাদিয়া মহিলা মাদরাসার খতমে বোখারি ও দোয়া মাহফিল।
আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জামিয়ার প্রিন্সিপাল মাওলানা কবির আহমাদ আড়াইহাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক দাঈ ও নেদারল্যন্ড স্ট্রিচিং আল সারুর চেয়ারম্যান শায়েখ ড. রাশিদ নাফী।
বোখারি শরিফের শেষ দরস প্রদান ও মোনাজান পরিচালনা করবেন জামিয়া ফায়েজিয়ার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমাদ।
অনুষ্ঠানের সফলতা কামনা করে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জামিয়ার মহাপরিচালক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক আড়াইহাজারী।
তিনি বলেন, জামিয়া এমদাদিয়া মহিলা মাদরাসা দীর্ঘদিন ধরে সমাজে ইসলামের সঠিক শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এই মাহফিলের উদ্দেশ্য শুধু বোখারি শরিফের দরস শোনানো নয় বরং আমাদের অন্তরে ঈমান, তাওহিদ ও আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
এনএ/