আমরা ইসরাইলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে বাধ্য করেছি : হামাস

by Kausar Labib

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা তাদের বহু কমান্ডার ও সদস্যসহ শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বাধ্য করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেছে হামাস।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে হামাস বলে, আল-আকসা তুফান অভিযানের সুবাদে এমন সব বীর সংগ্রামী ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন যাদের পক্ষে জীবিত অবস্থায় ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল না।

বিবৃতিতে বলা হয়, আজ আমরা অপরাধী ইসরাইলকে তার কারাগারের দরজা খুলে দিতে বাধ্য করেছি যাতে আমাদের বীরেরা মুক্তি পায়। তাদেরকে মুক্ত করা ছিল আমাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি। আমরা আমাদের জনগণকে এ প্রতিশ্রুতি দিচ্ছি যে, স্বাধীনতা ও স্বাধীকার অর্জন না করা পর্যন্ত আমরা সংগ্রামের পথ ত্যাগ করব না।

সূত্র: পার্সটুডেি

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222