কবে হচ্ছে সাদপন্থিদের ইজতেমা?  যা জানা গেল

by Kausar Labib

৩৬নিউজ প্রতিবেদক >>

শুরায়ী নেজামের নেতৃত্বে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের আয়োজন নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। সরকারের অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা তা এখনো স্পষ্ট হয়নি।

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সচিব এবং শুরায়ী নেজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ী নেজামের সাথীরা দুইভাগে ইজতেমা সম্পন্নের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অপর পক্ষের ইজতেমা ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

এদিকে শুরায়ী নেজামের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে ধর্মপ্রাণ মানুষেরা মাঠের প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে ময়দানের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ৭ ফেব্রুয়ারি থেকে তাদের ইজতেমার আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে, যা নিয়ে সাদপন্থিদের আপত্তি রয়েছে।

শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আমাদের প্রস্তুতি শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। আশা করছি, ইজতেমা সফলভাবে আয়োজন করতে পারব।

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আমরা প্রস্তুত। তবে আমাদের বিরুদ্ধে মামলা ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে বাধা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষে আমাদের ইজতেমার সময় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আমরা মানি না। আমরা আমাদের নির্ধারিত তারিখেই ইজতেমা করব।

বিশ্ব ইজতেমার নিরাপত্তা বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি মাথায় রেখে বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে। পৃথকভাবে তাদের সাথে কথা হয়েছে। সকল ক্ষেত্রেই এবার বিশেষ নজরদারি থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222