‘বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না’

by Kausar Labib

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হিসেবে শাসিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে সেবাদাসী হিসেবে ভারতের গোলামী করে চিরকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ। বাংলাদেশকে আর কখনোই ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

রোববার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া ভিন্নমতের মানুষকে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি রাজাকার মনে করা হতো। ছাত্র জনতা,আলেম উলামা ও সর্বস্তরের দেশপ্রেমী মজলুম নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। জাতি ঐক্যবদ্ধ না হলে নিরপরাধ কারাবন্দিরা মুক্তি পেতো না। মুসলমানদের ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হতো। বিলম্বে হলেও মহান আল্লাহ জালেমের কবল থেকে বাংলাদেশ ও জাতি মুক্তি পেয়েছে।

খেলাফত আন্দোলনের মহাসচিব আরও বলেন, ছাত্র জনতার সাথে সাথে এখন বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রয়োজন মজবুত ঐক্য। এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের আলেম সমাজের ঐক্যের বিকল্প নেই। পরাজিত শক্তি আবার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে। পতিত সরকারের উচ্ছিষ্টভোগীরা অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাকে ব্যর্থ করতে যারপরনাই প্রচেষ্টায় লিপ্ত।

তিনি বলেন, দেশের মানুষ এখনো সুদ,ঘুষ, চাঁদাবাজি ও দূর্নীতির কবল থেকে মুক্তি পায়নি। কুরআন সুন্নাহর শাসন তথা খেলাফত পদ্ধতির সরকার কায়েম না হলে মানব রচিত তন্ত্র মন্ত্রে শান্তি আসবে না।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222