সাত কলেজ নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

by Kausar Labib

রাজধানীর সাতটি কলেজের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেনর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছে বলে জানা যায়।

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে করণীয় নির্ধারণের জন্যই প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন।

এর আগে, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং পরে তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222