সারাদেশে বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

by Kausar Labib

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া, আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আকাশে অস্থায়ীভাবে মেঘলা ভাব থাকতে পারে, তবে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৮২ শতাংশ। বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪৩ মিনিটে, এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪০ মিনিটে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222