88
হিজল জোবায়ের
তোমার সিনার ভেতর
থরথর করে কাঁপছে কাবার পাথর
তুমি কোন মেরাজে চলেছ!
পৃথিবীর নিকটতম এই ছায়াপথের নিচে
কোন খর্জূরবীথিকায়, কোন মাগরিবের দেশে!
শেষ নুড়িপাথরগুলি ছু্ঁড়ে দাও
ইবলিশের নামে, অতলান্ত নফ্সের দিকে;
কালো কালো নুড়িপাথর
ইব্রাহিমের খোদার আদেশে।
জগতের শেষ ইশারা
শেষ প্রতীক শেষ অবগুণ্ঠনের মানে–
মুখাপেক্ষী মানুষের হিকমতের
অপেক্ষমান সূরা ইয়াসিনের ভেতর।
উদভ্রান্ত উটের পিছনে মরুঝড়,
সূর্য ডোবার আগে–
তোমার খেজুর তুমি ভাগ করে দিও
রাত্রি নামার আগে মশকের পানি
তারপর ঘুমিয়ো,
মেরাজে যাবার পথে–
সিদরাতুল মুনতাহা গাছের ছায়ায়।
এনএ/