মেরাজ

by Kausar Labib

হিজল জোবায়ের

 

বিজ্ঞাপন
banner

তোমার সিনার ভেতর

থরথর করে কাঁপছে কাবার পাথর

 

তুমি কোন মেরাজে চলেছ!

 

পৃথিবীর নিকটতম এই ছায়াপথের নিচে

কোন খর্জূরবীথিকায়, কোন মাগরিবের দেশে!

 

শেষ নুড়িপাথরগুলি ছু্ঁড়ে দাও

ইবলিশের নামে, অতলান্ত নফ্সের দিকে;

কালো কালো নুড়িপাথর

ইব্রাহিমের খোদার আদেশে।

 

জগতের শেষ ইশারা

শেষ প্রতীক শেষ অবগুণ্ঠনের মানে–

মুখাপেক্ষী মানুষের হিকমতের

 

অপেক্ষমান সূরা ইয়াসিনের ভেতর।

 

উদভ্রান্ত উটের পিছনে মরুঝড়,

সূর্য ডোবার আগে–

তোমার খেজুর তুমি ভাগ করে দিও

রাত্রি নামার আগে মশকের পানি

 

তারপর ঘুমিয়ো,

মেরাজে যাবার পথে–

সিদরাতুল মুনতাহা গাছের ছায়ায়।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222