অমর একুশে বইমেলায়‌ আসছে ‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’

by Kausar Labib

অমর একুশে বইমেলা—২০২৫ এ আসছে তরুণ ছড়াকার মুহাম্মদ শেখ মূসার রচিত শিশু-কিশোর ছড়ার বই ‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’। পাওয়া যাবে ম্যাগাজিন স্টলে। বইটি প্রকাশিত হয়েছে পদ্মাবতী ডটকম থেকে।

শিশু-কিশোর ম্যাগাজিন ‘মাসিক নকিব’ সম্পাদক জিয়াউল আশরাফ বইটি সম্পর্কে মন্তব্য করে বলেন,

বিজ্ঞাপন
banner

‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’ বই নিয়ে তেমন কিছু বলার নেই। মুহাম্মদ শেখ মূসা সময়ের প্রথিতযশা ছড়াকার। লিখছেন বহুদিন ধরে। ‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’ বইয়ে তার বাছাই করা অসাধারণ কিছু ছড়া স্থান পেয়েছে। ছড়াগুলো পড়লেই স্বপ্ন ভেলায় উড়ে যায় মন। প্রতিটি শিশু-কিশোর ও পাঠকের হৃদয়ে তাল-লয় ও ছড়া-ছন্দের ঢেউ তুলবে।

নতুন দিনের গল্প—ছড়ায় যেমন লিখেছেন—

আমরা তরুণ অরুণ হয়ে

উঠলে জেগে পুবে

নতুন করে হাসবে ভুবন

সকল আঁধার ডুবে।

 

আরেকটি ছড়ায় লিখেছেন—

আঁকতে পারি মায়ের ছবি

গাঁয়ের ছবি

আঁকতে পারি দেশ,

আঁকতে পারি স্বপ্ন-আশা

ভালোবাসা

হৃদয়ে বাংলাদেশ।

 

স্বপ্ন উড়াই মেঘের ভেলায়, বইয়ের সব ছড়া পাঠকের ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রতিটি ছড়া খুব যত্নসহকারে লেখা। ছড়ার ছন্দের উপর শেখ মূসার হাত যথেষ্ঠ পাকা। ছন্দ নিয়ে প্রচুর জানাশোনা আছে তার। যা বইয়ের প্রতিটি ছড়ায় প্রমাণ পেয়েছি।

বইটি ছড়া সাহিত্যের মানকে উন্নত করবে, কালজয়ী ছড়া সাহিত্যে স্থান পাবে। সেই সাথে সকল পাঠক বইটি পড়ে তৃপ্তি পাবেন এটা বলতে পারি।

বইটির লেখক ও প্রকাশককে আন্তরিক মোবারকবাদ জানাই। সামনে আরো নতুন নতুন ছড়ার বই আসুক। ছড়ায়-ছড়ায় জেগে উঠুক আমাদের তরুণেরা।

আমি বইটির ব্যাপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করছি।

 

বইটির লেখক তরুণ স্বপ্নবিলাসী ছড়াকার মুহাম্মদ শেখ মূসা জন্মেছেন গোপালগঞ্জের  স্নিগ্ধ-শান্ত নিরিবিলি পরিবেশে।  সবুজ শৈশব আর দুরন্ত কৈশোরের দিনগুলো কেটেছে গ্রামীণ নির্মল আলো বাতাসে।

‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’ তাঁর প্রথম শিশু-কিশোর ছড়ার বই। পাঠকের দস্তরে তুলে দিতে যাচ্ছেন এবারের একুশে বইমেলায়।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222