একুশে বইমেলায় আসছে ইসলামি কাব্যগ্রন্থ ‘শারাবান তাহুরা’

by Kausar Labib

অমর একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে স্বপ্নবাজ কবি ও এক্টিভিষ্ট মাসউদুর রহমানের আনুকাব্যগ্ৰন্থ ‘শারাবান তাহুরা’। পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে।

শারাবান তাহুরা শুধু একটি অণুকাব্য নয়, যেন একটি জীবন্ত ক্যানভাস। কাব্যতুলির আঁচড়ে যে ক্যানভাসে ফুটে উঠেছে জীবনের গভীরতম অনুভূতি ও বোধের রঙিন চিত্র।

বিজ্ঞাপন
banner

এই বইয়ের পাতায় পাতায় শব্দের শৈল্পিক সুরে উঠে এসেছে প্রভুপ্রেমের অন্তর্দহন, সালাতের প্রশান্তি, কুরআনের সুর, আখিরাতের অনন্ত ভাবনা এবং মুনাজাতের অনাবিল আত্মনিবেদন। কাফন ও কবরের নিস্তব্ধতার মধ্যেও খুঁজে পাওয়া যায় আত্মার জাগরণ। আত্মশুদ্ধি, ভাবনা ও গভীর উপলব্ধি।

বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান নতুন বিন্যাস। একুশে বইমেলায় পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে। এছাড়াও রকমারি, ওয়াফিলাইফের মতো ই-বুকশপে প্রি-অর্ডারের সুযোগ রয়েছে।

বইটির লেখক মাসউদুর রহমান জন্মেছেন রংপুরের এক স্নিগ্ধ শান্ত গ্রাম ‘ছোট কাশিমপুরে’। সবুজ শৈশব আর দুরন্ত কৈশোরের দিনগুলো কেটেছে গ্রামেরই নির্মল আলো বাতাসে।

‘পবিত্র প্রণয়’ তাঁর প্রথম কবিতার বই। এবার পাঠকের দস্তরে কবি তুলে দিচ্ছেন ‘শারাবান তাহুরা’।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222