নিজস্ব প্রতিবেদক>>
কুরআনের হাফেজদের সেবামূলক সংগঠন ‘আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কারিমিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এই আয়োজন।
সকাল থেকে মাদরাসা মিলনায়তনে আসতে শুরু করে ছোট্ট ছোট্ট কুরআনের পাখিরা। শুরু হয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। কুরআনের ধ্বনিতে বিমোহিত হয়ে ওঠে চারপাশ। মুগ্ধতা ছড়িয়ে পড়ে মিলনায়তন জুড়ে। নির্ধারিত সময়ে শেষ হয় প্রতিযোগিতা। প্রাজ্ঞ বিচারকদের সুনিপুন বিচার কার্যে ৪০০ এর অধিক প্রতিযোগীর মধ্য থেকে নির্ধারণ করা হয় বিজয়ীদের। ২০জন প্রতিভাবান কুরআনের পাখির হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ।
হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রধান অতিথি মাওলানা নাছির উদ্দিন জানান অনন্য এই আয়োজন নিয়ে মুগ্ধতার কথা।
মাওলানা আবু সায়েম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হিফজুল কুরআন প্রতিযোগিতার সহযোগী হতে পেরে সন্তুষ্টির কথা জানান জামিয়া কারিমিয়া মাদরাসা কর্তৃপক্ষ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া মাদরাসাগুলোর দায়িত্বশীলদের কাছ থেকে শোনা যায় আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন’র চমৎকার এই আয়োজন নিয়ে প্রশংসাসূচক বাক্য।
ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা আবু সাঈদ এই কুরআন প্রতিযোগিতার মাধ্যমে হাফেজদের পুরস্কৃত করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। স্বচ্ছ বিচারকার্য ও সুন্দর আয়োজনের মাধ্যমে কুরআনের হাফেজদের উৎসাহিত করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে। জানান, এভাবে সামনেও মানুষের আস্থা ধরে রাখতে চান প্রতিযোগিতায়।
আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন’র চেয়ারম্যান হাফেজ কারী মোহাম্মদুল্লাহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এএ/