ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের স্মরণোৎসব

by Nur Alam Khan

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ‘সোনালী কাবিন’ এর কবি আল মাহমুদের স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠানের সমাপনী দিনে প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আল মাহমুদ স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদত। প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি আল মাহমুদের ঘনিষ্ঠ সহচর এবং বিশিষ্ট গবেষক অধ্যাপক মহিবুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি ও গবেষক মো. নিজাম উদ্দিন এবং মোবারক হোসেন আখন্দ।

কবি আল মাহমুদ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন একাধিক সৃজনশীল কাজের মাধ্যমে, বিশেষত তার সর্বাধিক পরিচিত রচনা ‘সোনালী কাবিন’ যা বাংলা সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি। তার সাহিত্যিক কর্মের মাধ্যমে তিনি সমাজের নানা দিক তুলে ধরেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে উজ্জ্বল করেছেন।

এ ছাড়া, কবি আল মাহমুদের নামে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন। কবি আল মাহমুদ, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে কাজ করেছেন, তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222