এবার হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ

by Nur Alam Khan

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ, যিনি রোমান্টিক ও ট্র্যাজেডি গল্পে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন, সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘প্রেমের সমাধি’-র একটি বিখ্যাত সংলাপ “চাচা হেনা কোথায়?” সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, এবং সেই সংলাপ আবারও নেটিজেনদের মধ্যে চর্চিত হয়ে উঠেছে।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ছিল বাপ্পারাজ ও শাবনাজের জন্য সাড়া জাগানো একটি সিনেমা। সেই সিনেমার প্রেমের সঙ্কট, বিরহ ও ত্রিভুজ প্রেমের গল্প আজও দর্শকদের মনে অমলিন হয়ে আছে।

বিজ্ঞাপন
banner

এদিকে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) নায়ক নাঈম তার ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বাপ্পারাজ গাড়ি চালিয়ে আসছেন, আর গাছের নিচে দাঁড়িয়ে আছেন নাঈম। গাড়ি থামিয়ে বাপ্পারাজ নাঈমকে প্রশ্ন করেন, “নাঈম ভাই, হেনা কোথায়?” তখন নাঈম মজার ছলে উত্তর দেন, “বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে।”

এই মজার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে এবং পুরনো সিনেমার সেই স্মৃতি আবারও নতুনভাবে ফিরিয়ে এনেছে।

‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজ, শাবনাজ, অমিত হাসান এবং এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। সিনেমাটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং আজও দর্শকরা সেই সিনেমার সংলাপ ও দৃশ্য উপভোগ করেন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222