জুলাইয়ের শহীদ-যোদ্ধাদের একুশে পদক উৎসর্গ করলেন মাহমুদুর রহমান

by Kausar Labib

একুশে পদক গ্রহণ করে আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ ও ভারতীয় হেজিমনির মিলিত শক্তির বিরুদ্ধে অবিস্মরণীয় লড়াই করে জনগণের মুক্তি ও রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একুশে পদক গ্রহণ করার পর বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের লড়াই চালিয়ে যাবে আমার দেশ। এই প্রতিজ্ঞা করছি, এই মঞ্চ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।

এসময় তিনি বায়ান্নর ভাষা শহীদ, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমার দেশ পরিবারের পক্ষ থেকে একুশে পদক গ্রহণ করে জুলাই বিপ্লবের মহান শহীদ ও যোদ্ধাদের উৎসর্গ করেন মাহমুদুর রহমান।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222