৬ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে নতুন সচিব, বদলি ২

by Nur Alam Khan

৬টি মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া সচিব পদমর্যাদার কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদায় কাজ করে আসছেন।

বিজ্ঞাপন
banner

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে করা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।

এছাড়া বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের দায়িত্ব ও যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমুহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

এদিকে, ঢাকা-ম্যাস-র‌্যাপিড-ট্রানজিট-ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফকে করা হয়েছে সেতু বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে করা হয়েছে একই মন্ত্রণালয়ের সমন্বয় ও সংস্কার শাখার সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

এর বাইরেও, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনে আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে ওএসডি থাকা মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222