রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবীজি

by Nur Alam Khan

পবিত্র রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসটি সিয়াম সাধনা, ইবাদত এবং আত্মশুদ্ধির মাস হিসেবে পরিচিত। রমজান মাসের ফজিলত ও বরকত সমগ্র মুসলিম জাতির জীবনে এক বিশেষ পরিবর্তন আনে। এই মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেন।

রমজান মাস শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। আরবি ক্যালেন্ডারের মাস হিসেবেই চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসুলুল্লাহ সা. শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ দেখতেন এবং সাহাবিদেরও এটি দেখার জন্য বলতেন। নবীজি সা. রমজানের নতুন চাঁদ দেখার পর একটি বিশেষ দোয়া পাঠ করতেন, যা মুসলিমদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে পরিগণিত হয়।

বিজ্ঞাপন
banner

এই ভূমিকার মাধ্যমে, আমরা রমজানের চাঁদ দেখার পর নবীজি সা. যে দোয়া পড়তেন তা জানার পাশাপাশি, এই মাসের গুরুত্ব এবং এর আধ্যাত্মিক ফজিলত সম্পর্কে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব। রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর কাছ থেকে রহমত লাভের একটি বিশেষ সময়।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবি যে কোনো মাসের নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়তেন। তালহা ইবনে উবায়দুল্লাহ রা. বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন,

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু

অর্থ: হে আল্লাহ, এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (তিরমিজি ৩৪৫১)

সুনানে দারেমিতে ইবনে ওমর রা. থেকে দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে,

اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান; ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। রাব্বানা ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ। (সুনানে দারেমি: ১৭২৪)

এ ছাড়াও রমজানের চাঁদ দেখার খবর শুনে দোয়া করা হয়।

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা। (তাবারানি)

অর্থ: হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222