ইফতারের আগে ৫ মিনিটে বানান সুস্বাদু পানীয় ‘মোহিতো মকটেইল’

by Nur Alam Khan

রমজান মাসে ইফতারি থেকে তাজা, ঠান্ডা এবং সুস্বাদু পানীয়ের চাহিদা বেড়ে যায়। একঘেয়ে লেবুর শরবত থেকে বের হতে চাইলে, এই ‘মোহিতো মকটেইল’ হতে পারে একটি দারুণ অপশন। মাত্র ৫ মিনিটে তৈরি করা যায়, এবং উপকরণও খুব সহজ।

উপকরণ (এক গ্লাসের জন্য)

বিজ্ঞাপন
banner
  • ১০টি টাটকা পুদিনা পাতা
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ১ টেবিল চামচ চিনি ১ টেবিল চামচ পানিতে মিশিয়ে
  • আধা কাপ স্প্রাইট বা কোমল পানীয়
  • বরফ
  • সাজানোর জন্য লেবু ও পুদিনা পাতা

প্রণালী: ১. গ্লাসে পুদিনা পাতা, লেবুর রস ও চিনি-পানি মিশ্রণ দিন। ২. চামচের হাতল দিয়ে পুদিনা পাতাগুলো ভালো করে চেপে মিশিয়ে নিন। ৩. তারপর স্প্রাইট ঢালুন, বরফ দিন এবং লেবুর ফালি ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এটি একদিকে যেমন ঠান্ডা তেমনি মজাদার, বিশেষ করে ভাজাভুজি বা ঝাল খাবারের সাথে অসাধারণ মানিয়ে যাবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222