63
ওমরা সম্পন্ন করেছেন পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বাবর আজম।
বাবর আজম তার ভাই সফির আজমের সঙ্গে ওমরার সৌভাগ্য অর্জনের জন্য ইতোমধ্যে পবিত্র মক্কা নগরীতে পৌঁছেছেন।
বাবর আজমের ভাই মসজিদুল হারামে ইফতার করা ও ওমরা পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় বাবর আজমের ভক্তরা তার ওমরা পালনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বাবর আজম ১৫ মার্চ ওমরা থেকে পাকিস্তান ফিরে এসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি শুরু করবেন।
সূত্র: ডেইলি জঙ্গ।
এআইএল/