চাঁদপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

by Nur Alam Khan

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক ধরণের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে, যেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন
banner

এদিন পদত্যাগের মধ্যে ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ অনেক নেতাকর্মী। স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একযোগে পদত্যাগ পত্রে সই করেন।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডি এম আলাউদ্দিন। তিনি বলেন, “জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সমর্থন দিয়েছে, যার কারণে আমাদেরও অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা এজন্য জনগণের কাছে ক্ষমা চাইছি।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সরকারের এই ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি জনস্বার্থের বিরুদ্ধে এবং এ কারণে আমাদের পদত্যাগ করা উচিত ছিল।”

উপজেলা জাতীয় পার্টির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে প্রায় ৯০ শতাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাদের মতে, জাতীয় পার্টি সরকারের সাথে সহযোগিতার ফলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই নেতাকর্মীরা জানান, ভবিষ্যতে তারা একটি নতুন দলে যোগ দিতে পারেন, যাতে দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222