রাজধানীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ‘ইয়াদুর রহমাহ’ নামক একটি সেবা সংস্থা।
শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। প্রায় ২০০ রোজাদারের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে সংগঠনটি। কর্মসূচি শুরু হওয়ার সাথে সাথে সংগঠনের সদস্যরা মহাসড়কে চলন্ত বাস, লরি ও রিকশা থামিয়ে রোজাদারদের হাতে ইফতার তুলে দেন।
এসময় একজন পথচারী বলেন, “এ ধরনের সহানুভূতির মাধ্যমে আমরা খুবই উপকৃত হয়েছি। কর্মজীবী মানুষদের জন্য এটি একটি বড় সহায়তা, কারণ ইফতারি সময় বাইরে থাকা অনেকের জন্য ইফতার পাওয়া সহজ নয়।”
এছাড়া, কয়েকজন শ্রমজীবী মানুষ জানান, “প্রতিদিনের কাজের কারণে রোজা রাখার পর তেমন কিছু খাওয়ার সুযোগ থাকে না, কিন্তু আজকের এই উদ্যোগটি আমাদের জন্য দারুণ সহায়ক হয়েছে। এজন্য আমরা সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়।”
তারা আরও জানান, “এ ধরনের সহানুভূতির মাধ্যমে আমরা খুবই উপকৃত হয়েছি। এটি একটি বড় সদাকায়ে জারিয়া, যা আমাদের ইফতারের জন্য অনেক সহায়ক হয়েছে। আল্লাহ তায়ালা এই আমলকে কবুল করুন।”
সংগঠনের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আমরা মানুষের সেবা করতে চাই। আমাদের লক্ষ্য পথচারীদের জন্য এক ক্ষুদ্র প্রয়াস, যাতে তারা রোজা রেখে ইফতার করতে পারে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে চাই।”
উপস্থিত ছিলেন মাওলানা মীর আহমদুল্লাহ, মাও. আব্দুল্লাহ আল ফারুক, মাও. আব্দুল হদী, জনাব নেয়ামুল করিব, জনাব সালমানূল হক, জনাব সজল, হাফেজ শিবলি হাসান, ক্বারী মুয়াজ এবং আরও অনেকে।
এনএ/