তামিমের অসুস্থতায় মাশরাফির দোয়া: ‘তোর কাছে যাইতে পারলাম না’

by Nur Alam Khan

প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জানা যায়, তামিমের শরীরে দুটি হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার হৃদয়ে রিং পরানো হয়।

তামিমের এই কঠিন পরিস্থিতি মাশরাফি বিন মর্তুজার জন্য দুঃখজনক এবং উদ্বেগজনক। দীর্ঘদিন জাতীয় দলের ড্রেসিংরুমে একসাথে সময় কাটানো মাশরাফি, তামিমের অসুস্থতার খবর পেয়ে তার পাশে থাকতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেছেন, “তোর কাছে যাইতে পারলাম না ভাই। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।”

বিজ্ঞাপন
banner

এদিকে, তামিমের পেজ থেকেও এডমিনের বরাতে একটি পোস্ট প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হলেও পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং এনজিওগ্রামের মাধ্যমে রিং পরানো হয়। বর্তমানে তামিম বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে।

তামিমের সুস্থতা কামনা করছেন তার সহকর্মী এবং ক্রিকেট প্রেমীরা। আশার কথা, তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এমনটি কামনা করছেন সবাই।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222