ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল চলাকালে কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল সম্পৃক্ত পণ্য বয়কটের ডাকও দিয়েছেন বিক্ষুব্ধরা।
আজ সোমবার সারা বিশ্বে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে কক্সবাজার শহর থেকেও বিক্ষোভ মিছিল বের হয়। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ময়দান থেকে মিছিলটি বের করা হয়। কলাতলী ডলফিন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলটি সাগর পাড়ের হোটেল-মোটেল জোন সড়কের কাছে গেলে বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার মালিক ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান কেএফসি ও পিৎজা হাটের আউটলেটে ভাঙচুর চালায়।
এ সময় অনেকে প্রতিষ্ঠানে হামলা না চালানোর অনুরোধ করেন। তবে বিক্ষুব্ধ জনতা ‘এগুলো ইসরায়েলের দোসর’ বলে উল্লেখ করেন।
তারা ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় সেভেন আপের সাইনবোর্ড দেখেও ভাঙচুর চালানো হয়।
মিছিল শেষে কলাতলি গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা এখন থেকে ইসরায়েল ও ইসরায়েলের দোসরদের পণ্যসামগ্রীও বয়কটের ঘোষণা দেন। কেএফসি, পিৎজা হাট, পেপসি, সেভেন আপের মতো কিছু ইসরায়েলি পণ্যের বাংলাদেশি সরবরাহকারী ট্রান্সকম গ্রুপ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ইসরায়েলের এমন অমানবিক কর্যক্রমের বিরুদ্ধে বিশ্ব নেতাদের চুপ থাকা লজ্জাজনক। আজ থেকে ইসরায়েল সম্পৃক্ত সব পণ্য বয়কট করা হবে।’
তারা আরো বলেন, ‘সেই সঙ্গে যত দিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে না, তত দিন নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকবে কক্সবাজারের সর্বস্তরের জনতা।’
এনএ/